মহান সৃষ্টিকর্তা এ ধরাকে সাজিয়েছেন সুন্দর আর আশ্চর্যজনক বিভিন্ন জিনিসে। বিশাল অরণ্য আমাজন থেকে ম্যানগ্রােভ বন সুন্দরবন সবই তার মহত্ব বর্ণনা করে। হাজারো রকমের সৃষ্টির মাঝে কিছু সৃষ্টি আছে যা বিশ্বকে অবাক করে। বর্ণনা করে স্রষ্টার মহত্ব।
তেমনি বিস্ময়কর জায়গা হলো অস্ট্রেলিয়ার লেক হিলিয়া। বিশাল দ্বীপ জুড়ে সবুজ গাছ আর গাছ। বিশাল এই বনের পাশে সাগরের নীল জলরাশি। কিন্তু এই সবুজ আর নীলের মাঝে রয়েছে বেশ বড় একটি লেক। কিন্তু অতি আশ্চর্যের বিষয় হলো এই লেকের পানি আর দশটা লেকের পানির মত নয়। এর পানি সম্পূর্ণ গোলাপী।
এটির দৈর্ঘ্য ৬০০ মিটার বা ১৮০০ ফুট প্রায় আর চওড়া প্রায় ১০০ মিটার।
বিশাল এই বনের মধ্যে নীল জলরাশির পাশে এই লেকের পানি কেন গোলাপী রঙের তার কোনো যথার্থ ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞানীরা। তবে কেউ কেউ বলেছেন, এখানে বিপুল সংখ্যায় রয়েছে রেড হাইলোপিলিক নামের এক ধরনের ব্যাকটিরিয়া। মূলত এটি থাকার কারণেই পানি গোলাপি রঙ ধারণ করে।
তবে এটি যে সবচেয়ে সঠিক কারণ তাও নিশ্চিত করে বলা হয়নি। সবুজ বনের ভিতরে গোলাপী পানির এই লেকটি আজও বিস্ময়ের জন্ম দেয়। তবে এর পানি দেখতে গোলাপী রঙের হলেও এটি সম্পূর্ণ নিরাপদ।
তেমনি বিস্ময়কর জায়গা হলো অস্ট্রেলিয়ার লেক হিলিয়া। বিশাল দ্বীপ জুড়ে সবুজ গাছ আর গাছ। বিশাল এই বনের পাশে সাগরের নীল জলরাশি। কিন্তু এই সবুজ আর নীলের মাঝে রয়েছে বেশ বড় একটি লেক। কিন্তু অতি আশ্চর্যের বিষয় হলো এই লেকের পানি আর দশটা লেকের পানির মত নয়। এর পানি সম্পূর্ণ গোলাপী।
এটির দৈর্ঘ্য ৬০০ মিটার বা ১৮০০ ফুট প্রায় আর চওড়া প্রায় ১০০ মিটার।
বিশাল এই বনের মধ্যে নীল জলরাশির পাশে এই লেকের পানি কেন গোলাপী রঙের তার কোনো যথার্থ ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞানীরা। তবে কেউ কেউ বলেছেন, এখানে বিপুল সংখ্যায় রয়েছে রেড হাইলোপিলিক নামের এক ধরনের ব্যাকটিরিয়া। মূলত এটি থাকার কারণেই পানি গোলাপি রঙ ধারণ করে।
তবে এটি যে সবচেয়ে সঠিক কারণ তাও নিশ্চিত করে বলা হয়নি। সবুজ বনের ভিতরে গোলাপী পানির এই লেকটি আজও বিস্ময়ের জন্ম দেয়। তবে এর পানি দেখতে গোলাপী রঙের হলেও এটি সম্পূর্ণ নিরাপদ।