সেই ছোটবেলা থেকেই তোমার প্রতি আমার কেমন যেন একটা ভাললাগা কাজ করত। অন্য সবার থেকে তুমি আমার কাছে আলাদা ছিলে। তোমার প্রতি আমার যে ভাললাগা ধীরে ধীরে সেটা ভালবাসায় পরিণত হয়েছে। আমার ইনবক্সে পাঠানো তোমার ছোট ছোট ম্যাসেজগুলো আমাকে অন্য এক জগতে নিয়ে যেত। তুমি কি জান পৃথিবী ছাড়াও অন্য একটি গ্রহ আছে? নিশ্চয় সেই গ্রহ বিরাজমান।অবশ্য গ্রহটিকে চোখে দেখা যায় না।মন থেকে বুঝে নিতে হয়। সেই জগতে শুধু প্রেম আর প্রেম।প্রেমের জালে জড়ানো মানুষগুলো সেখানে প্রতিনিয়তই বিচরণ করতে পারে। তোমার সেই ছোট ছোট ম্যাসেজগুলো আমাকে তোমার প্রেমের জালে জড়িয়ে ফেলত। আমি বিচরণ করতাম সেই অচেনা জগতে। আচ্ছা তুমি কি কখনো সেই জগতে গিয়েছ? মনে হয় তুমি গিয়েছ।
আমি জানি।তুমিও আমার মত হারিয়ে গিয়েছ সেই জগতে। প্রেয়সী, তুমি কি জান তুমি আমার মনের কতখানি অংশ জুড়ে রয়েছ? আমি তোমাকে এটা বলে বুঝাতে পারব না। আমার প্রতিটা নিঃশাসে তুমি,বিশ্বাসে তুমি,ভালবাসায় তুমি।আমার মনের কথাগুলো তোমাকে আজও বলা হয়নি। আমি জানি তুমি আমার মনের কথাগুলো বুঝতে পারো। আচ্ছা তুমি কি জান আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি? এই মহাবিশ্ব যেমন সত্য,তুমি আমার জীবনে তারচেয়েও বড় সত্য। এই চাঁদ যেমন সত্য,তুমিও আমার জীবনে তার চেয়ে কোটিগুণে বড় সত্য। চাঁদের যেমন কোন কলঙ্ক নেই,তেমনি তোমারও কোন কলঙ্ক নেই। আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে সত্য হিসেবে দেখতে চাই। প্রেয়সী, আমি তোমাকে ভালোবাসি। -মুহাম্মদ মাহমুদুল হাসান গাজীপুর
আমি জানি।তুমিও আমার মত হারিয়ে গিয়েছ সেই জগতে। প্রেয়সী, তুমি কি জান তুমি আমার মনের কতখানি অংশ জুড়ে রয়েছ? আমি তোমাকে এটা বলে বুঝাতে পারব না। আমার প্রতিটা নিঃশাসে তুমি,বিশ্বাসে তুমি,ভালবাসায় তুমি।আমার মনের কথাগুলো তোমাকে আজও বলা হয়নি। আমি জানি তুমি আমার মনের কথাগুলো বুঝতে পারো। আচ্ছা তুমি কি জান আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি? এই মহাবিশ্ব যেমন সত্য,তুমি আমার জীবনে তারচেয়েও বড় সত্য। এই চাঁদ যেমন সত্য,তুমিও আমার জীবনে তার চেয়ে কোটিগুণে বড় সত্য। চাঁদের যেমন কোন কলঙ্ক নেই,তেমনি তোমারও কোন কলঙ্ক নেই। আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে সত্য হিসেবে দেখতে চাই। প্রেয়সী, আমি তোমাকে ভালোবাসি। -মুহাম্মদ মাহমুদুল হাসান গাজীপুর